স্বপ্নে সেদিন তুমি এসেছিলে
___জাহিদ আরেফিন
স্বপ্নে সেদিন তুমি এসেছিলে!
যে ঘরে বাতি জ্বলেনি কোনকালে,
তোমার চোখের তারায় আমার অস্তিত্ব জ্বলেছে নিদারুণ।
কোথায় ছিলে?
যখন জীবন ছিলো নিলামে আমার,-মরুভুমির তপ্ত বালুচরে,
তৃষ্ণার্ত ছিলো আমার চোখদুটি,
রক্তজমাট কলিজায় আমি বিদীর্ণ ছিলাম।
কতদিন হাত হতে আমার ঝরেছে ফুল,
কতদিন বিষাক্ত মনের আঁচড়ে ছুটেছি দিকবেদিক,
কতদিন ল্যাম্পপোস্ট ধরে নির্ঘুম দাড়িয়ে থেকে
আমার মূল্যহীন প্রাণের রুপ এঁকেছি,
– তবুও ভোর আসেনি।
কোনো মায়াবী চোখের করুণালাভ ঘটেনি!
আজ কি দৈব্যদান?
ছেড়া পাপড়ী কুড়িয়ে প্রতিদানে কে তুমি ধরেছো হাত!
-তবুও রাত্রীশেষে দেখেছি কোন মলিন রৌদ্র, ঘিরে আছে আমার জীর্ণ কুটির,
কে তুমি?
পৃথিবীর মানুষগুলি বড় ব্যস্থ,-পথে পড়ে থাকা কোন মৃত্যপ্রাণ কুড়িয়ে সময় নেই তাতে মায়া মাখা।
য্বতনে তার চুপসানো শিরায় রক্ত চালনার সময় নেই কারো।
বাস্তব ও স্বপ্ন যদি এক হতো,
যে মানুষী শিহরে জেগে আমার বেঁচে থাকার আরাধনায়
নির্ঘুম রাত্রি কাটায়,
কেন দিনের আলোয় কোন বাস্তবতায় কেউ নেই?
কল্পনায় কত মুখ আঁকি,
-ঘর গড়ি, ধূসরতায় রং মেখে আনি রঙিন বিকেল
-কই, বাস্তবে কোন মায়া আমার চোখে মাখে না।
শুধু কল্পনা, শুধু স্বপ্ন,
বাস্তবে নেই কেন কোনো জোনাকমেলা?
হাত ধরে কেউ রাতের আকাশে ভাসে না পাশে থাকবে বলে আজন্ম,
বড় স্বার্থপর,-বাতাসে বড় বিষাক্তগন্ধ,
মনে কেন বিষাক্ততা?
No comments:
Post a Comment