তোমায় রেখেছি এ অন্তরে / শফিক তপন তোমায় রেখেছি সযতনে আমার এ অন্তরে কোনদিনই বেড় করবনা একটু খানির তরে । আজীন আমার অন্তরেই হবে তোমার ঘর, সুখে দুখে হাসি ও কান্নায় থাকবে জনমভর । ফুলের কানে যেমন ভ্রমর চুপিচুপি গান গায়, তেমন করে গাইব গান দুই চোখের ইশারায় । বলব সব কথা তোমার সনে যখন ইচ্ছা হয়, ফুটবে ফুল ছুটবে সুবাস মোর এ অন্তরময় । তোমার কন্ঠে পরাব যখনই প্রেমের মনিহার, তখন ভালবাসাবাসিতে হয়ে যাবে একাকার । অন্তরের এঘরে থাকবে তুমি সারাটা জীবন রাতে দুপুরে ও প্রাতে রাঙাবে আমার এ মন । তুমিতো আমার ধ্যান জ্ঞান শয়ন ও স্বপন, সে কথা জানবে শুধু আকাশ কিংবা পবন । মোর অন্তর তুমি ছাড়া কেউ আর খুঁজবেনা, আমি ছাড়াযে তোমায় আর কেউ বুঝবেনা ।
No comments:
Post a Comment