scrall

আপনাকে স্বাগতম আমার ব্লগ সাইটে

আমার সব গুলো কবিতা এখানেই পাবেন..................আমার সব গুলো কবিতা এখানেই পাবেন

Friday, August 7, 2020

ভালবাসব চিরকাল

শফিক তপন

যাকে আমার ভাললাগে সে তো আমার, 
সে আমার চির জনমের অন্তর আত্তার 
ভালবাসা বাসিতে যেন নাই তুলনা তার, 
যেন এক মোহনীয় প্রেমময় প্রীতির সম্ভার 

যাকে  মন চায় তাকেইতো ভালবাসব,
প্রেমে পড়ব কাছে ডাকব কাছে আসব 
একই বন্ধনে আবদ্ধ হব সুখে এবং দুখে,
ভালবেসে আজীবন পাশে রব হাসিমুখে 

সম্পর্ক না হলে দুইজনই দূরে সরে যায়, 
হয়ত কাছে আসার থাকেনা কোন উপায় 
বিরহ বেদনায় বুকটা ভেসে যায় কান্নায়,
কখনও নীরবে ঘুমের ঘোরে স্বপ্নে হারায় 
ভালবেসে সবাইতো সদা সুখি হতে চায়,
কেউ প্রিয়জনকে কাছে পায় কেউ না পায় 
তোমার স্মৃতি সব যেন অদৃশ্য মায়াজাল, 
ভুলতে পারিনা তাই ভালবাসব চিরকাল 

No comments:

Post a Comment

হৃদয়ের ঋণ

   হেলাল হাফিজ আমার জীবন ভালোবাসাহীন গেলে কলঙ্ক হবে কলঙ্ক হবে তোর, খুব সামান্য হৃদয়ের ঋণ পেলে বেদনাকে নিয়ে সচ্ছলতার ঘর বাঁধবো নিমেষে। শর্ত...