এক দিন আমি আসবো,
আমি আসবো-ই
হে প্রিয়তমা কবিতা।


রাতের জোত্‍স্না হয়ে আসবো
তুমি জেনে রেখ তা।


এক দিন আমি আসবো
ফাগুনের গান হয়ে,


সুর ছিল যত হ্নদয়
বীণায় সব-ই
যাবো তোমারে দিয়ে।


এক দিন
আমি আসবো,আমি আসবো-ই


তোমাকে নিয়ে হারিয়ে যেতে দূর
অজানায়।


সুখের মাতাল হাওয়ায়
উড়ে যাবো দূর
নিলীমায়।


এক দিন
আমি আসবো,আমি আসবো-ই


কোন ও এক
স্বর্ণালী সন্ধ্যায়,


নিস্তব্ধ রাতে ভালবাসার
চাদরে ঢেকে রাখবো তোমায়