তোমাকে ছেড়ে আমি যাবো বহু দূরে 

ডেকোনা আমারে  তুমি অচেনা গানের সুরে।


লিখনা কবু তুমি আমাকে নিয়ে কোন ও কবিতা.
আমি যাবার বেলায় দিতে হবেনা তুমি বিদায় বারতা ।


শুধু আর্শিবাদ করো আমি যেতায় যাই .
শয়নে স্বপনে যেন তোমারে দেখিতে পাই ।


শুধু যাবার বেলায় তোমারে করি এই মিনতি.
তোমার এই মন থেকে আমারে দিওনা ইতি ।


প্রথম জীবনের প্রেম বলে ভুলিতে পারিনা.
আমার মন বাগিচা থেকে তোমাকে হারাতে দেবোনা ।।