scrall

আপনাকে স্বাগতম আমার ব্লগ সাইটে

আমার সব গুলো কবিতা এখানেই পাবেন..................আমার সব গুলো কবিতা এখানেই পাবেন

Friday, August 7, 2020

নীল আকাশ



আকাশ জুড়ে নীলের ছায়া
রোদ মাখানো নিজের মায়া
আকাশ জুড়ে মেঘের ছায়া
সব কিছু যেনো ছন্ন ছাড়া

আকাশ জুড়ে সাদা মেঘে
উজ্জ্বল হলো নীল আকাশে
নীল আকাশের শুকনো হাওয়া
রোদ মাখানো উজ্জ্বল মায়া

নদীর জলে নদীর তোলে
নদী ভরা দেশ
সব কিছুতে উজ্জ্বল হবে
নদীর তলদেশ

নদীর তীরে নদীর জলে
সবুজ ভরা দেশ
সবুজ শ্যামলে রঙিন হলো
নদীর সবুজ ভোরা দেশ

আকাশ জুড়ে মেঘের খন্ড
মেঘ ছড়ানো শেষ
তোমার আমার মিলন
নাহী হবে না কখনো শেষ

খন্ড খন্ড মেঘ চলিয়া যাই
নাহী আর শেষ
সাদা মেঘে মিশে যাবে
খুঁজে নাহী পাই এর শেষ

নীল আকাশ রঙিন হলো
রঙিন ভরা দেশ
নীল আকাশে মিশে যাবে
সাদা মেঘে ছন্ন ছাড়া শেষ

No comments:

Post a Comment

হৃদয়ের ঋণ

   হেলাল হাফিজ আমার জীবন ভালোবাসাহীন গেলে কলঙ্ক হবে কলঙ্ক হবে তোর, খুব সামান্য হৃদয়ের ঋণ পেলে বেদনাকে নিয়ে সচ্ছলতার ঘর বাঁধবো নিমেষে। শর্ত...