মোঃ অনিক দেওয়ান
আকাশ জুড়ে নীলের ছায়া
রোদ মাখানো নিজের মায়া
আকাশ জুড়ে মেঘের ছায়া
সব কিছু যেনো ছন্ন ছাড়া
আকাশ জুড়ে সাদা মেঘে
উজ্জ্বল হলো নীল আকাশে
নীল আকাশের শুকনো হাওয়া
রোদ মাখানো উজ্জ্বল মায়া
নদীর জলে নদীর তোলে
নদী ভরা দেশ
সব কিছুতে উজ্জ্বল হবে
নদীর তলদেশ
নদীর তীরে নদীর জলে
সবুজ ভরা দেশ
সবুজ শ্যামলে রঙিন হলো
নদীর সবুজ ভোরা দেশ
আকাশ জুড়ে মেঘের খন্ড
মেঘ ছড়ানো শেষ
তোমার আমার মিলন
নাহী হবে না কখনো শেষ
খন্ড খন্ড মেঘ চলিয়া যাই
নাহী আর শেষ
সাদা মেঘে মিশে যাবে
খুঁজে নাহী পাই এর শেষ
নীল আকাশ রঙিন হলো
রঙিন ভরা দেশ
নীল আকাশে মিশে যাবে
সাদা মেঘে ছন্ন ছাড়া শেষ
No comments:
Post a Comment