সাইকান
যদি কোন বৃষ্টি ভেজা রাতে বারান্দায় বসে বজ্রপাতের চিৎকার দেখে চায়ের কাপে ফু দিতাম এই নিঝুম রাতে। আকাশটা যে কাদঁছে যে খুব নদীতে আজ নীরব যে কুব পড়েছে পানি উষ্ণ চুলে ভিজছে বেলকনি গালগুলো আজ টিপেই দিব,আমার সোনামণি। পাখিরা সব ফিরলো নীড়ে নতুন বধূ অন্তর-পুরে। ডুবলো তরী,ভাঙ্গলো কুড়ি ভিজলো বরের দল আর তোমায় আমি ভিজিয়ে দিবো শাড়ির আঁচল । তড়িৎ যে আজ ভয়ে লগন ঠোঁটে কাপে তোমার চুম্বন কাথা দিয়ে তোমায় বেষ্টন হাতে হাতে রাখবো বাধন। টিনের চালে বৃষ্টির ধ্বনি আমার রাজ্যে তুমি রানি লাল সিদুঁড়ে তোোমায় লাগছে সতী স্নান করবো তোমার রুপে ফুলসজ্জায় এই আকুতি। এভাবে যে ফুল ফুটাবো মনে হবে রাত্রীহীন তোমায় স্পন্দন পেয়ে আমি হবো নিদ্রাহীন। কেমনে নিবাই বধূ তোমার বুকের আগুন তোমায় নিয়ে হানিমুনে যাব এই সামনেই ফাগুন। যদি সে বৃষ্টি ভেজা রাত কোন একবার আসে ডেকো আমায় পাশে আমি তোমার ঘুম পাড়িয়ে দিব কবিতায় হেসে হেসে।
No comments:
Post a Comment