সত্যি বলছি ওগো মেয়ে তোমায়
এখন ভালোবাসি না।
জ্যোৎস্না ভরা পূর্ণিমাতে এখন
আমি জেগে থাকি না।
জানি প্রেম ভুল।
তাই নেই না হাতে ফুল।
তোমার জন্য এখন
আর মালা গাঁথি না।
তোমার কথা ভেবে এখন
আমি কাঁদি না।
জানি প্রেম ফাঁকি।
তাই একা থাকি।
তোমায় নিয়ে এখন
আর কাব্য লিখিনা।
সত্যি বলছি তোমায়
এখন ভালবাসি না।
No comments:
Post a Comment