রেখো মোর নয়নে নয়ন,
হউক সুন্দর এই বিদায়ের ক্ষন,
ভুলে যাও ছিল যত ব্যথা বেদনা, হ্নদয়ের ভূমিতে লেখা নাম মুছে দিওনা।
শুধু মনে রেখ কাছে ছিলে বহু কাল ধরে,
ভুলে যেওনা সব কিছু বিদায়ের তরে।
ওগো আজি মোরা হয়ে যাবো একা দুজন দুই কোলে,
সুখে থেকো ভাল থেকো দূরে চলে গেলে ।
দিবস রজনী অন্তরে বাঁধিয়া রেখো ওগো আমায়,
মিলনের সুঁতায় গাঁথবো মালা থাকো প্রিয় এ আশায় ।।
No comments:
Post a Comment