ওগো বিজয়ী লক্ষী নারী তুমি-
ই অপরাজিতা ।

তোমার স্পর্শে যুগে যুগে নর
পেয়ে গেছে ব্যথা ।
ওগো অপরাজিতা!

নর তোমায় প্রেম
দিলো,দিল তূষ্ণার জল,

তাকে তুমি দিয়েছো
আঁখি ভরা জল ।
ওগো বিজয়ী লক্ষী নারী তুমি সফল