ওগো বিজয়ী লক্ষী নারী তুমি-
ই অপরাজিতা ।
তোমার স্পর্শে যুগে যুগে নর
পেয়ে গেছে ব্যথা ।
ওগো অপরাজিতা!
নর তোমায় প্রেম
দিলো,দিল তূষ্ণার জল,
তাকে তুমি দিয়েছো
আঁখি ভরা জল ।
ওগো বিজয়ী লক্ষী নারী তুমি সফল
হেলাল হাফিজ আমার জীবন ভালোবাসাহীন গেলে কলঙ্ক হবে কলঙ্ক হবে তোর, খুব সামান্য হৃদয়ের ঋণ পেলে বেদনাকে নিয়ে সচ্ছলতার ঘর বাঁধবো নিমেষে। শর্ত...
No comments:
Post a Comment