যখন-ই স্বপ্ন দেখা শুরু করি তখন-ই স্বপ্ন গুলো ভেঙ্গে যায় এক অদূশ্য ঝড়ে,
সুখ গুলো উড়ে যায় হাওয়ায়,
হেরে যাই আমি স্বপ্নের কাছে,

হেরে যাই বার বার জীবনের কাছে.
স্বপ্ন আর বাস্তব এক নয় এই কথা ভুলে ও আসেনা মনে,

শুধু স্বপ্ন দেখেই গেলাম জীবন ভর,
বাস্তবতা খুজে পাইনি আজ ও।

কত শত প্রিয় জন কত প্রতিস্রুতি দিয়ে আশায় বুক বাধাঁলো ।

কত স্বপ্ন দেখালো দু চোখ ভরে,
আজ জীবনের ক্লান্তি কালে চলে গেল সবাই নিজ গন্তব্য ।

শুধু পড়ে আছি আমি পথ ভুলা পথিকের মতো 

,আজ স্বপ্ন গুলো আর বাসা বাধেঁনা চোখের পাতায়,
দূংখে কষ্টে বুকের পাজর গুলো ক্ষত বিক্ষত,

হ্নদয়ের প্রতিটি বাজে বাজে স্বপ্ন ভাঙ্গার যন্তনায় আমাকে প্রতি মুহুর্তে মূত্যুর পথে এগিয়ে নিয়ে যাচ্ছে ।স্বপ্নের পিছু  ঘোরতে ঘোরতে আজ বড়-ই ক্লান্ত আমি।