আমি সাগরের গভিরতা দেখিনি কতটুকু
তবে শুনেছি অনেক ?
আমি আকাশের উদারতা দেখিনি তবু মনে হয় বিশাল ?
আমি পূথীবীর সব ভালবাসা যদি এক করে নিয়ে যাই তোমার কাছে ,
তোমার তুলনায় তা ও হবে তূচ্ছ ?
ওগো মা বল এত ভালবাসা তুমি কোথায় পেলে ?
হেলাল হাফিজ আমার জীবন ভালোবাসাহীন গেলে কলঙ্ক হবে কলঙ্ক হবে তোর, খুব সামান্য হৃদয়ের ঋণ পেলে বেদনাকে নিয়ে সচ্ছলতার ঘর বাঁধবো নিমেষে। শর্ত...
No comments:
Post a Comment