সখি
কবি কবি ভাব মোর
আমি তো কবি নই ,
তবু কেন তোমার আশায়
উদাস আমি রই,
দুটি আঁখি কেন তোমার
পথ চেয়ে রয়,
বুঝিতে কি পার
সখি কেন এমন হয় ।
আউলা চুলে বাউল
মনে তোমারই গান গাই,
যদি হয়ে যাও
হিমালয় তবু ও তোমায়
চাই,
মনটি আমার
আজ তোমার আশায়
রয়, তোমার কথা কয়,
বুঝিতে কি পারো সখি কেন
এমন হয়।
হেলাল হাফিজ আমার জীবন ভালোবাসাহীন গেলে কলঙ্ক হবে কলঙ্ক হবে তোর, খুব সামান্য হৃদয়ের ঋণ পেলে বেদনাকে নিয়ে সচ্ছলতার ঘর বাঁধবো নিমেষে। শর্ত...
-
- নাসের বিন রাকিব সেই একুশ ডিসেম্বর আবার ফিরে এলো? ফিরে এলো কনকনে শীতের হিমেল হাওয়া, জীবনে যোগ হলো আরো একটি বসন্ত, কিন্তু ফিরে এলে না তুমি...
-
সাইকান যদি কোন বৃষ্টি ভেজা রাতে বারান্দায় বসে বজ্রপাতের চিৎকার দেখে চায়ের কাপে ফু দিতাম এই নি...
No comments:
Post a Comment