scrall

আপনাকে স্বাগতম আমার ব্লগ সাইটে

আমার সব গুলো কবিতা এখানেই পাবেন..................আমার সব গুলো কবিতা এখানেই পাবেন

Thursday, August 6, 2020

শপথ


রক্ত দিয়েছি আরো দেবো ছাড়বো না রাজপথ,
জীবন দেবো শহীদ হবো করেছি শপথ,

দেশটা কে করবে আর কতো বেচা কেনা
লক্ষ শহীদ প্রাণ দিয়েছে সবই মোদের জানা।

ভেঙ্গে দিতে জানি মোরা মেরুদন্ডের হাড়
সময় আছে ক্ষমতাটা এখনি তুই ছাড়,

 হাজার ভাইয়ের প্রাণ গিয়েছে বুলেট বোমার তলে
মনে হলে সে সব কথা প্রাণটা যায় রে জ্বলে,

আমি আজ পারছি না যে সইতে বুকের ব্যথা
আমার ভাইয়ের তাজা রক্ত যাবে না কো বৃথা,

আর কত দিন চলবে তোদের অবৈধ শাষন
 মিথ্যাচারে আর কত দিন দেবে তোরা ভাষন,

জীবন দিয়েছি আরো দেবো শহীদ হবো মোরা
অবৈধ শষণ থেকে নেমে যা তোরা,

No comments:

Post a Comment

হৃদয়ের ঋণ

   হেলাল হাফিজ আমার জীবন ভালোবাসাহীন গেলে কলঙ্ক হবে কলঙ্ক হবে তোর, খুব সামান্য হৃদয়ের ঋণ পেলে বেদনাকে নিয়ে সচ্ছলতার ঘর বাঁধবো নিমেষে। শর্ত...