গায়ে ছিল লাল টি শার্ট মনে ছিল ভয়,
হেঁটে চলছি একা পথে কখন যে কি হয় ।
তবুও হেটে চলছি নদীর ঐ দ্বারে,
একটি মেয়ে দাড়িয়ে ছিল সুরমা নদীর পাড়ে ।
পাশাপাশি দেখা হতো আসা যাওয়ার পথে,
বলেনি কোন ও কথা কভু আমার সাথে ।
কি ছিল তার মনের মাঝে বুঝতে তো পারিনি,
হয়তো আমায় ভালবাসে কখনো সে বলেনি ।
ওগো ধর্ম ছিল বাঁধা মোদের ছিলনা তো হুশ,
দুজন দুজনাকে ভালবাসা এটাই ছিল দোষ ।
No comments:
Post a Comment