পদ্মা মেঘনা যমুনার তীরে এই তো আমার বাংলা দেশ,
স্বাধীন দেশের স্বাধীনতা কবু হবে না তো শেষ ।
জন্মেছি আমি এই দেশে হাজার স্বপ্ন বুকে নিয়ে,
স্বাধীন করেছেন লক্ষ শহীদ বুকে তাজা রক্ত দিয়ে।
শাপলা ফুটে ঝিলের জলে দোয়েল গাছের ডালে,
স্বাধীনতা তোমায় ভুলবনা কখনো কোন কালে ।
No comments:
Post a Comment