সে এক দিন বন্ধু
হয়ে এসেছিল পাশে,
আমার হ্নদয়টাকে জয়
করেছিল ভালবেসে।
আমি ছিলাম আত্ব্যহারা এই
ধরনীর বুকে,
আমি ছিলাম খুবই
শূন্য নিজেকে তার মাঝে রেখে।
জীবনের যা কিছু ছিল
সঞ্চয় হারিয়েছি তার তরে,
জীবন থেকে সুখ
গুলো হারিয়ে গেছে বেদনার ঝড়ে।
আজ আমি খুবই শূন্য বড়
একা লাগে নিজেকে,
নরকের অগ্নিশিখা জ্বালিয়ে দিয়েছে
সে আমার বুকে।
আজ পুরনো স্রৃতি গুলো মনোমন্দিরে কড়া নাড়ে খুব
বেশি,
জীবনের হিসাব
কষে কেটে যায় আমার
বেদনার্ত নিশি ।।
No comments:
Post a Comment