scrall

আপনাকে স্বাগতম আমার ব্লগ সাইটে

আমার সব গুলো কবিতা এখানেই পাবেন..................আমার সব গুলো কবিতা এখানেই পাবেন

Thursday, August 6, 2020

তোমার চোখে জল কেন?

মাঝে মাঝে উদাস দুপুর ক্লান্ত বিকেল
কিংবা নিঃসঙ্গ রাতে জানি তোমার ও ঝড় বয়ে যায় মনে,
শ্রাবণের বৃষ্টিতে নিজেকে ভেজাও
সঙ্গোপনে,


মাঝে মাঝে ভাবনার সাগরে ডুব দাও আমাকে নিয়ে স্বপ্নের ভেলা ভাসাও!
অতীত কথা মনে করে,


মাঝে মাঝে আঁখিপাতে জমা করো অশ্রু কণা
বুক ভাসাও নোনা জলে,বুঝতে ও দাওনি নানান চলে,


মাঝে মাঝে  কেন জানি গভীর ভাবনায় নিজে ও তলিয়ে যাই তোমাকে নিয়ে,
স্বপ্ন সাজাই আপন মনে,
ঘুরে আসি তোমার মনের আঙ্গিনা থেকে,


মাঝে মাঝে আমার ও জল আসে দু'টি  আঁখি পাতে,
তোমার শূন্যতা করে দেয় ক্লান্ত পরিশ্রান্ত,
মনের আকুলতা বেড়ে যায় কাছে পাবার,


মাঝে মাঝে ইচ্ছে জাগে পাশে বসে হাত বুলাই ভেজা চুলে,
ভোরের স্নিগ্ধতায় আলিঙ্গন  করি নব রূপে,


মাঝে মাঝে গতির ঘুমে তোমার আওয়াজ কানে বাজে,

তোমার কণ্ঠ ধ্বনি নাড়া দিয়ে যায় আমায়,


মাঝে মাঝে আকাশ দেখি তারা গুনি
দূরে বসে,
বহু দূরে তোমার থেকে পঁয়ত্রিশ শত মাইল দূরে থেকে স্বপ্ন বুনি তোমায় নিয়ে,


মাঝে মাঝে অনুভব করি তোমার নিঃসঙ্গতা নিজেকে দিয়ে,
তোমার কষ্ট উপলব্ধি করি নিজের কষ্ট গুলো মেপে,


তবু ও কেন জানি জানতে মন চায়
তোমার চোখে জল কেন?
কেন এত বিষণ্ণতা বিরাজমান হ্নদয় পানে,


No comments:

Post a Comment

হৃদয়ের ঋণ

   হেলাল হাফিজ আমার জীবন ভালোবাসাহীন গেলে কলঙ্ক হবে কলঙ্ক হবে তোর, খুব সামান্য হৃদয়ের ঋণ পেলে বেদনাকে নিয়ে সচ্ছলতার ঘর বাঁধবো নিমেষে। শর্ত...